করোনায় আক্রান্ত হলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জু ও তার স্ত্রী

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার স্ত্রী অ্যাডভোকেট সাবিহা খাতুন ।


বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নজরুল ইসলাম মঞ্জুর করোনা পজিটিভ এসেছে। এর আগে দুপুরে তার স্ত্রী সাবিহার করোনাভাইরাস ধরা পড়ে । তবে তারা সবাই বাসায় আইসোলেশনে আছেন।
করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মঞ্জুর বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে ।
নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি নির্বাচনে দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেলেও এর আগে বিএনপির টিকিটে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। খুলনাবাসীর কাছে তিনি একজন ত্যাগী নেতা হিসেবে সুপরিচিত।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.