বরিশালেই বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা

আজ ০৮ জুন সোম বার বরিশালে নতুন করে আরো ৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।   


নতুন ৫৯ জনের মধ্যে ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নবগ্রাম রোড এলাকার ০১ জন ও আগৈলঝাড়া উপজেলার ০১ জন । শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০১ জন, বাকেরগঞ্জ উপজেলার ০১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৬ জন সদস্য ও ডি আইজি অফিসের ০১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০৪ জন নার্স, বেসরকারি হাসপাতালের ০২ জন চিকিৎসক, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত চাঁদমারী, রুপাতলি, সদর রোড, মেডিকেল স্টাফ কোয়ার্টার এলাকার ০৪ জন করে ১৬ জন, নবগ্রাম রোড এলাকার ০৩ জন, মুন্সী গ্যারেজ ও কাউনিয়া এলাকার ০২ জন করে ০৪ জন, বাংলাবাজার, স্ব-রোড, বগুড়া রোড, বিএম কলেজ রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, কালু শাহ সড়ক, আলেকান্দা, কাশিপুর প্রত্যেক এলাকার ০১ জন করে ০৮ জন ও সদর উপজেলাধীন দূর্গাপুর এলাকার ০১ জন বলে খবর পাওয়াগেছে।  নতুনকরে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই নিয়ে বরিশালে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাড়ালো ৬৭৪ জনে। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ০৭ জন এবং সুস্থ হয়েছেন ১০২ জন।

এই খবর পাওয়া পর্যন্ত

মোট আক্রান্ত ৬৭৪ জনের  মধ্যে -

সদর উপজেলায়  ৫৫৭ জন,
বাবুগঞ্জ উপজেলায় ২৮ জন, 
উজিরপুর উপজেলায় ২০ জন, 
বাকেরগঞ্জ উপজেলায় ২০ জন, 
মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, 
মুলাদী উপজেলায় ১০ জন,
বানারীপাড়া উপজেলায় ০৯ জন, 
আগৈলঝাড়া উপজেলায় ০৯ জন
গৌরনদী উপজেলায় ০৬ জন, 
হিজলা উপজেলায় ০৫ জন, 

প্রতিদিন সকল জেলার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে নিউজটি শেয়ার করতে পারেন। নিউজ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তাও করতে পারেন ।

নিউজটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন ।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.