"করোনা" ভীতিতে লাশ গ্রহণ করলোনা পিতা!!!
করোনা মানুষকে মানবিকও করছে আবার অমানবিকও করেছে!!!
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চরপাড়া(চড়ইতলা) গ্রামের জনৈক মজনু মিয়ার ছেলে আরাফাত হোসেন (১৭) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ময়মনসিংহ সূর্য্য কান্ত (এস কে) হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ২২-৪-২০২০ তারিখে চিকিৎসাৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরন করে।
মৃত আরাফাতের লাশ তার পরিবার গ্রহণ না করায় এতদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরেই সংরক্ষিত ছিলো।
মৃত্যুর ৪২ দিন অতিবাহিত হলেও ৩-৬-২০২০ তারিখ পর্যন্ত মৃত সন্তানের লাশ গ্রহণ করেনি পাষন্ড পিতা ও তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য যে, মৃত আরাফাতের লাশের করোনা টেষ্টে ফলাফল নেগেটিভ এসেছিলো।
আরাফাতের পিতা লিখিত ভাবে ৩-৬-২০২০ ছেলের লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করে আবেদন করলে বাধ্য হয়ে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশের পক্ষে এস.আই আনোয়ার হোসেন এর তত্বাবধানে লাশের দাফন সম্পন্ন করা হয়।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you