কুমিল্লার সর্বশেষ করোনা আপডেট । মোট আক্রান্ত ১৩৯০

আজ ০৫ জুন শুক্র বার কুমিল্লায় নতুন করে আরো ১১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।   

নতুন ১১৬ জনের মধ্যে চান্দিনা- ৫,হোমনা- ২,দাউদকান্দি-১১,লাকসাম- ১৪,চৌদ্দগ্রাম- ২২,দেবিদ্বার- ১৩,বুড়িচং- ৯,বরুড়া- ৩,সদর দক্ষিণ- ৬,ব্রাহ্মণপাড়া- ৩,মেঘনা- ৩,মুরাদনগর- ২,লালমাই- ১, সিটি করপোরেশন- ২২ জন বলে খবর পাওয়াগেছে।  নতুনকরে ১০ জন সুস্থ (দেবিদ্বার- ১০) এবং ২ জন মৃত্যুবরণ করেছেন (ব্রাহ্মণপাড়া- ১,দেবিদ্বার- ১)। এই নিয়ে কুমিল্লায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাড়ালো ১৩৯০ জনে। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪০ জন এবং সুস্থ হয়েছেন ১৯৪ জন।

এই খবর পাওয়া পর্যন্ত
মোট নমুনা সেন্ট = ১১৪৯৯
মোট রিপোর্ট রিসিভেড = ১০০১০
মোট পজিটিভ = ১৩৯০ জন
মোট সুস্থ্য = ১৯৪ জন
মোট মৃত্যু = ৪০ জন

মোট আক্রান্ত ১৩৯০ জনের  মধ্যে -

দেবিদ্বার-১৮৬,
তিতাস- ৩০,
লাকসাম-১০২,
দাউদকান্দি- ৪০,
চান্দিনা-১২০,
বুড়িচং- ৯৫,
মুরাদনগর - ১৬১,
বরুড়া- ২৮,
মনোহরগঞ্জে- ২২,
ব্রাহ্মণপাড়া-৩০,
হোমনা-২২,
সদর দক্ষিন - ৩২,
মেঘনা-২১,
চৌদ্দগ্রাম- ৯৭,
আদর্শ সদর - ৬২,
সিটি কর্পরেশন - ২২৯,
লালমাই - ১১,
কুমিল্লা মেডিকেল কলেজ - ২৯
নাঙ্গলকোট - ৭৩

প্রতিদিন সকল জেলার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে নিউজটি শেয়ার করতে পারেন। নিউজ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তাও করতে পারেন ।

নিউজটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন ।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.