র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত ।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও তার স্ত্রী। 


তিনি নিজেই শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন । তিনি জানান, ‘কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

তিনি আরো জানান, তার স্ত্রীও করনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি আছেন। তবে সারোয়ার আলম বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার ২ সন্তান সুস্থ আছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সাহসী ভূমিকা রাখায় সর্বমহলে পরিচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি ২০১৯ সালের সেপ্টেম্বরে ফকিরাপুল ক্যাসিনোতে অভিযান চালান। গত ১৮ সেপ্টেম্বর ফকিরাপুলের ইয়ংমেনস ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদে অভিযান চালিয়ে ১৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন তিনি। উদ্ধার করা হয় ক্যাসিনো থেকে উপার্জিত অবৈধ ২৪ লাখ ২৯ হাজার টাকা। দেশে করোনা সংক্রমণের পর থেকে কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক ও গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ ছাড়া রমজানে বেশ কয়েকটি ভেজালবিরোধী অভিযানও পরিচালনা করেন তিনি।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.