লাগাম টানা যাচ্ছে না চট্টগ্রামের আক্রান্তের সংখ্যা
আজ ০৯ জুন মঙ্গল বারের সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে নতুন করে আরো ৯৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।
নতুন ৯৯ জনের মধ্যে মহানগরে ৬৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৩৫ জন বলে খবর পাওয়াগেছে। নতুনকরে ০৯ জন সুস্থ এবং ০১ জন মৃত্যুবরণ করেছেন। এই নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাড়ালো ৪১৬৭ জনে এবং এইপর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৫ জন ও মৃত্যু বরণ করেছেন ১০০ জন।
এই খবর পাওয়া পর্যন্ত
মহানগরে মোট আক্রান্ত ২৯৯৪ জন এবং উপজেলায় ১১৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন ।
উপজেলার ১১৭৩ জনের মধ্যে -
সাতকানিয়া - ৬৮
সীতাকুন্ড - ১৪৩
বোয়ালখালী - ১২৩
পটিয়া - ১৮৭
আনোয়ারা - ৪৬
চন্দনাইশ - ১১০
ফটিকছড়ি - ১৮
মিরসরাই - ১৭
হাটহাজারী - ১৬৫
লোহাগড়া - ৭১
সন্ধীপ - ২৫
রাঙ্গুনিয়া - ৬২
বাঁশখালী - ৭৫
রাউজান - ৬৩ জন আক্রান্ত হয়েছেন ।
প্রতিদিন সকল জেলার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে নিউজটি শেয়ার করতে পারেন। নিউজ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তাও করতে পারেন ।
নিউজটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন ।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you