কুমিল্লায় ১১শ ছাড়ালো আক্রান্তের সংখ্যা, সিটি কর্পরেশনে ১৯০

আজ ০৩ জুন বুধ বার কুমিল্লায় নতুন করে আরো ৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ।   


নতুন ৬৭ জনের মধ্যে সিটি করপোরেশন- ৪৮,চৌদ্দগ্রাম- ১,লাকসাম- ৭,আদর্শ সদর- ৪,বুড়িচং- ২(CMH),সদর দক্ষিণ- ১,লালমাই- ৪ জন বলে খবর পাওয়াগেছে।  নতুনকরে ২ জন সুস্থ (আদর্শ সদর- ১,লালমাই- ১) এবং ৩ জন মৃত্যুবরণ করেছেন (সিটি করপোরেশন- ২ (বজ্রপুর,শাসনগাছা),নাঙ্গলকোট- ১)। এই নিয়ে কুমিল্লায় করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাড়ালো ১১৬৩ জনে। এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৫৯ জন।

এই খবর পাওয়া পর্যন্ত
মোট নমুনা সেন্ট = ১০৫৪৭
মোট রিপোর্ট রিসিভেড = ৯১৭০
মোট পজিটিভ = ১১৬৩ জন
মোট সুস্থ্য = ১৫৯ জন
মোট মৃত্যু = ৩৫ জন

মোট আক্রান্ত ১১৬৩ জনের  মধ্যে -

দেবিদ্বার-১৭২,
তিতাস- ২৪,
লাকসাম-৮১,
দাউদকান্দি- ২৫,
চান্দিনা-১০২,
বুড়িচং- ৭৩,
মুরাদনগর - ১৪৬,
বরুড়া- ২২,
মনোহরগঞ্জে- ২১,
ব্রাহ্মণপাড়া-২৭,
হোমনা-১৫,
সদর দক্ষিন - ২৬,
মেঘনা-১৬,
চৌদ্দগ্রাম- ৬৪,
আদর্শ সদর - ৫৫,
সিটি কর্পরেশন - ১৯০,
লালমাই - ১০,
কুমিল্লা মেডিকেল কলেজ - ২৯
নাঙ্গলকোট - ৬৫

প্রতিদিন সকল জেলার আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে নিউজটি শেয়ার করতে পারেন। নিউজ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে তাও করতে পারেন ।

নিউজটি শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন ।
আরো পড়ুনঃ ড্রোন হামলায় নিহত লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে হত্যার ‘মূল হোতা’ খালেদ  

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.