বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৪৯তম ও বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট। বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এতে বাড়তে পারে কিছু পন্যের দাম ।
এগুলো হচ্ছে -
- ড্রেজার।
- বিদেশি টেলিভিশন।
- শীতাতপ নিয়ন্ত্রিত লঞ্চ সার্ভিস।
- আলোকসজ্জা।
- কার ও জিপের নিবন্ধন ব্যয়।
- বিড়ি, সিগারেট, জর্দা বা তামাকজাতীয় পণ্য।
- আমদানি করা পেঁয়াজ, লবন, মধু, দুধ, দুগ্ধজাতীয় পণ্য, চকলেট।
- ফার্নেস তেল।
- আমদানি করা অ্যালকোহল।
- অনলাইন কেনাকাটা।
- ইন্টারনেটের খরচ।
- মোবাইল ফোনের খরচ ও মোবাইল ফোনের সিম কার্ড।
- আসবাবপত্র।
- প্রসাধন সামগ্রী।
- সিরামিকের সিঙ্ক, বেসিন।
- লোহা, বাণিজ্যিক যানবাহনের যন্ত্রাংশ, ক্ষুদ্র যন্ত্রাংশ।
- সাইকেল ও বিদেশি মোটর সাইকেল।
- চার্টার্ড বিমান ও হেলিকপ্টার ভাড়া।
তবে বাজেটে বলা হয়েছে, বাজেটকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে এমন কোনো উপকরণ বাজেটে রাখা হয়নি।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you