লঞ্চডুবির ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার!

ডুবন্ত লঞ্চ থেকে ১৩ ঘণ্টা পর একজনকে জীবিত উদ্ধার


রাজধানীর শ্যামবাজরে বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে ১৩ ঘণ্টা পর আজ সোমবার রাত ১০টা ২০ মিনিটে  ডুবুরিরা একজনকে জীবিত উদ্ধার করেছেন। এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর দেবাশিষ বর্ধন।

দেবাশীষ বর্ধন বলেন, ‘নদীতে অনেক পানি থাকায় উদ্ধারকারী জাহাজ ব্রিজে আটকে ছিল। সেজন্য ফায়ার সার্ভিস হেয়ার লিফটিং ব্যাগের মাধ্যমে যখন লঞ্চের অংশ বিশেষ উপরে তুলে ফেলে তখন ভেতর থেকে একজন ভেসে উঠেন। পরে আমরা তাকে উদ্ধার করি। উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলি। একটা সময় তিনি চোখ মেলে তাকান।’

তিনি আরও জানান, ‘আমরা ধারণা করছি উদ্ধার হওয়া এই ব্যক্তি সম্ভবত ইঞ্জিন রুমে ছিলেন। সাধারণত ইঞ্জিন রুম এয়ারটাইট হওয়ার কারণে সেখানে পানি প্রবেশ করে না। ১০টা ১০ মিনিটের দিকে কুশন পদ্ধতি ব্যবহার করে জাহাজ ভাসানোর চেষ্টা করা হলে সম্ভবত ইঞ্জিনরুম খুলে যায়। সে সময় তিনি বের হয়ে আসেন। এবং উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করেন।’

জানা গেছে, উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম সুমন। তার বাড়ি বাড়ি মুন্সিগঞ্জে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ডুবুরিরা তাকে লাইফ জ্যাকেটে ঢেকে এবং মেসেজ করে তার শরীর গরম করার চেষ্টা করেন। এরপর চিকিৎসার জন্য তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে । 

উল্লেখ্য, সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.