করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় দাফনে অস্বীকৃতি

বরিশালে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির লাশ দাফনে অস্বীকৃতি প্রকাশ করে পরিবার । 

এমন ঘটনা ঘটেছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে । পরিবার থেকে লাশ দাফনে অস্বীকৃতি প্রকাশ করলে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের দিক নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও কয়েকজন স্বেচ্ছাসেবী সদস্যদের নিয়ে গভীর রাতে লাশ দাফন কাজ সম্পন্ন করা হয়েছে বলে খবর পাওয়া যায়।
বরিশাল জেলা প্রশাসনের তথ্য মিডিয়া সেল সূত্রে জানাযায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার  বাহেরচর গ্রামের মাহেব জমাদ্দারের পুত্র মোঃ মিজানুর রহমান জমাদ্দার বেশ কিছুদিন জ্বর ও গলাব্যথায় ভুগছিলেন। চিকিৎসার জন্য শুক্রবার বিকালে বরিশাল যাওয়ার পথে আকস্মিক ভাবে মৃত্যুবরণ করেন তিনি। 
তার মৃত্যুর পরে করোনা সন্দেহে তাঁর পরিবার ও প্রতিবেশীরা মৃত্যুর দাফনকাজ করতে অস্বীকৃতি প্রকাশ করে এবং একবারের জন্যও তাকে শেষ দেখার জন্য কেহ এগিয়ে আসেনি।
এ বিষয়টি বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানার সাথে সাথে লাশ দাফনের ব্যাবস্থা করেন।তিনি তাৎক্ষণিক ভাবে নির্দেশ দিলে উপজেলা নির্বাহী অফিসার, মেহেন্দিগঞ্জ পিজুস চন্দ্র দে এর তত্ত্বাবধানে একটি স্বেচ্ছাসেবী দল এবং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ মোল্লা প্রটোকল মেনে শুক্রবার গভীররাতে মৃতের লাশ দাফন করেন। 
জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় মিজানুর রহমান জমাদ্দারের দাফন কাজে অংশগ্রহণকারী টিমের সদস্যরা হলেন এইচ এম আল-আমীন, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, এইচ এম রবিউল ইসলাম, মোহাম্মদ আবুল হোসেন ও মোহাম্মদ জামাল মাঝি। অন্যদিকে মেহেন্দিগঞ্জ হাসপাতাল লাশের গোসলসহ সার্বিক বিষয়ে টিমের সদস্যদের সংক্ষিপ্ত প্রশিক্ষণ, পিপিই ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন।

কোন মন্তব্য নেই

Please do not enter any spam link in the comment box.
Thank you

Blogger দ্বারা পরিচালিত.