সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ৭২ ঘণ্টা পর
সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন।
শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে তাকে। শনিবার (০৬ জুন) ৭২ ঘণ্টা পার হলে তারা পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানান চিকিৎসকরা ।
চিকিৎসকরা এর আগে ৪৮ ঘণ্টা থেকে পর্যবেক্ষণের রাখার কথা বলেছিলেন । ৭২ ঘন্টার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়।
১ জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিনই তার শরীরে করোনা ভাইরাস ধরাপরে।
শুক্রবার ভোর রাতে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্ট্রোক করায় তার অবস্থার অবনতি ঘটে। তখন তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। এরপর থেকেই থাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাকে ।
কোন মন্তব্য নেই
Please do not enter any spam link in the comment box.
Thank you